নতুন পোর্টেবেল স্টোরেজ ডিভাইস লঞ্চ করল স্যামসাং
ভারাতে ১৭ই জুলাই শুক্রবার নতুন পোর্টেবেল স্টোরেজ ডিভাইস লঞ্চ করার ঘসনা করল স্যামসাং – পোর্টেবল এসএসডি টি ৭ (Portable SSD T7) এবং ইন্টারনাল ৮৭০ QVO (internal SSD 870 QVO)।
পোর্টেবেল SSD T7 একটি হাল্কা এক্সটারনাল স্টোরেজ ডিভাইস এবং 870 QVO একটি ইন্টারনাল স্টোরেজ ডিভাইস। স্যামসাং জানিয়েছে এটি পৃথিবীর সব দিয়ে বড় ক্লাইন্ট সলিড স্টেট ড্রাইভ( solid-state-drive-SSD) যার ধারণক্ষমতা ৮তি বি (8TB) প্রজন্ত বাড়ানো যেতে পারে।
স্যামসাং ইন্টারনাল ৮৭০ QVO (Internal SSD 870 QVO)
স্যামসাং ইন্টারনাল ৮৭০ QVO (Internal SSD 870 QVO) একটি দ্বিতীয় প্রজন্মের কোয়াড-লেভেল সেল ফ্ল্যাশ ড্রাইভ। স্যামসাংয়ের নতুন ইন্টারনাল ৮৭০ QVO SSD তে ৫৬০ এম বি প্রতি সেকেন্ড এবং ৫৩০ এম বি প্রতি সেকেন্ড রিড ও রাইট স্পীড রয়েছে। এটি SATA ইন্টারফেসে কাজ করে এবং আরও ভাল পারফরম্যান্সের জন্য এতে রয়েছে টার্বো রাইট প্রযুক্তির। সহজ কথায়ে এটি একটি দ্রুত ইন্টারনাল স্টোরেজ ডিভাইস যা তীব্র গতিতে আপনার ডাটা সহজে ট্রানস্ফার ও প্রসেস করতে পারায় সক্ষম।
ইন্টারনাল ৮৭০ QVO (Internal SSD 870 QVO) ভারতের বাজারে অনলাইন ও স্যামসাংয়ের রিটেল স্টোরে ২০ জুলাই থেকে আসতে চলেছে। এটি ১ তি বি (1TB), ২তি বি (2TB), ৪তি বি (4TB) এবং ৮তি বি(8TB) মডেল পাওয়া যাবে, জার দাম ৯৯৯৯ টাকা থেকে শুরু হয়ে ৭৫০০০ টাকা প্রজন্ত হতে পারে।

স্যামসাং পোর্টেবল এসএসডি টি 7 (Portable SSD T7)
পোর্টেবল এসএসডি টি 7 এর নাম সুনেই বোঝা যাচ্ছে যে এতিকে আপনার কর্মস্থলে বা বিনোদনের জন্য সহজে বহন করতে পারবেন। এসএসডি টি একটি ব্যবসায়িক কার্ডের আকারে মতন ছোটো এবং এতে রয়েছে ডাইনামিক থার্মাল গার্ড (Dynamic Thermal Guard) সিস্টেম যেটি অতিরিক্ত তাপ ও গরম হওয়া থেকে ডিভাইসটিকে রক্ষা করবে।
আরো পড়ুন:ভারতে Realme 6i,realme 10000mAh power bank আসতে চলেছে
হাইস্পীড ট্রানস্ফার যা ১০৫০ এম বি প্রতি সেকেন্ড এবং ১০০০ এম বি প্রতি সেকেন্ড রিড ও রাইট স্পীড সহ ২তি বি (2TB) ডাটা স্টোর করতে পারে।
স্যামসাং জানিয়াছে এটি ফটোগ্রাফার, গেমার, মিডিয়া এবং ব্যবসায়ী পেশাদারদের জন্য একটি আদর্শ স্টোরেজ ডিভাইস। আপনার PC, gaming console,smartphone এর ডাটা 256-bit encryption সহ নিরাপত্তা সাথে সহজে স্টোর কোরে রাখতে পারবেন।
এটি মেটাল রেড, নীল এবং ধূসর রঙে ৫০০ জী বী (500GB) , ১তি বি(1TB) , ২তি বি (2TB) পাওয়া যাবে। জার দাম ৯৯৯৯ টাকা থেকে শুরু হয়ে ৩০০০০ টাকা প্রজন্ত হতে পারে।